শিরোনাম
বিরলে সড়ক দূর্ঘটনায় এক ছাত্রী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ৩৪ বার পড়া হয়েছে
বিরলে সড়ক দূর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার সকালে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর ইউপি’র রঘুনাথপুর চেয়ারম্যান রোডে মোটরসাইকেল এর সাথে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরের সুবিদহাট (ফায়ারসার্ভিস) এলাকার মৃত মমিনুল ইসলাম মমিন এর কন্যা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স (ইংরেজি) ২য় বর্ষের ছাত্রী তাহের-এ ফাইয়াজ মৌ (১৮) ও মোটরসাইকেল এর চালক তাঁর খালাতো ভাইও গুরুতর আহত হলে তাঁদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৌকে সেখানে মৃত ঘোষণা করে।বিকালে বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মেডিকেল এর মর্গে আছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে।