মোঃ মারুফ খান, সংবাদদাতা নীলফামারী।
নীলফামারীর ডিমলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়। আঁখি মনি নামের ঐ শিশু সোনাখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিন সোনাখুলি গ্রামের আমিনুর রহমানের মেয়ে। রবিবার ১৩-সেপ্টেম্বর-২০২০ সকালে নিজ বাড়ীর পাশের পুকুরের ধারে, মরা মাছ কুড়াতে গেলে পল্লী বিদ্যুতের লাইনের সট-সার্কিটের কারনে পুকুরের পানি বিদ্যুতায়ন হয়। ঐ পানিতে আঁখি মনি মাছ কুড়াতে গেলে সে একপর্যায় পানিতে আটকে পরে যায় এমতাবস্থায় তার মা শাহানুর বেগম এগিয়ে গেলে সেও পানিতে পরে যায়। এলাকাবাসী তাৎক্ষনিক স্থানীয় বিদ্যুৎ বিভাগকে ফোন দিলে বিদ্যুতোর লাইন বন্ধ করে দেয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় গ্রুতর আহত অবস্থায় আঁখি মনি ও তার মা শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে ডিমলা থানা (ওসি-তদন্ত) সোহেল রানা, সাব-ইন্সপেক্টর আক্তারুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশু আঁখি মনির পরিবারের আপত্তি বা কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের অনুমতি দেয়।
medicine azithromycin 500 mg
vancouver moving company – Phone: (604) 721-4555
augmentin 500 mg
where to buy propecia
finasteride prescription uk
brand sildenafil 50mg – ivermectin 6 mg tablets for humans stromectol ivermectin buy
azithromycin 250mg tabs
azithromycin paypal
ordering antabuse
zoloft 25 mg
Hey, you used to write magnificent, but the last several posts have been kinda boringK I miss your super writings. Past several posts are just a bit out of track! come on!