যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার টুইটে ওবামা নিজেই তাঁর করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন।
টুইটে ওবামা লিখেছেন, ‘কয়েক দিন ধরেই আমার গলাব্যথা ছিল। তবে আপাতত ভালোই আছি।’
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন তিনি। এরপরই করোনায় সংক্রমিত হলেন তিনি। ওবামার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন, এমন একজনের বরাতে সিএনএন এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন ওবামা। এর আগে ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। ২০২০ সালের অক্টোবরে স্ত্রী মেলানিয়াসহ ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হন, তখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ছিলেন তিনি।
Currently it sounds like Movable Type is the best blogging platform out there right now. (from what I’ve read) Is that what you are using on your blog?