গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান রিপন

- আপডেট সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ২৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকালে শুরু হওয়া বৈঠকটি শেষে ১০ জন প্রার্থীর সমন্বয়ে মাহমুদ হাসান রিপন কে মনোনয়ন দিয়েছেন বোর্ড।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা-৫ আসন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন। প্রার্থীর যাচাই বাচাই করে ওই আসনে মাহামুদ হাসান রিপন প্রার্থী হিসেবে মনোনীত করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।
সাঘাটা-ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ আসনের উপনির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন।
উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। এরপর ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ নির্ধারিত রয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। পাশাপাশি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। সবশেষ ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।