পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে দোকান মালিক সমিতি’র আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি’র আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধায় সুুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি’র কার্যালয়ে সুুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি’র সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও সুুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি’র প্রধান উপদেষ্টা আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জামিউল ইসলাম জমু, সুুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি’র সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার শাহীন, সাধারণ সম্পাদক এস এম নাহিদ আলম রাব্বি( লেলিন), কোষাধ্যক্ষ রওশন আলী, সদস্য রেজাউর আলম , বিপ্লব কুমার সরকার, সাইফুল ইসলাম সহ সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় পবিত্র মাহে রমজান মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দোকান মালিক সমিতির সদস্যদের সচেতন থাকার আহবান করেন।