পাবনার ঈশ্বরদীতে বন্যার পানিতে ভেসে গেলো মৎস্য চাষীদের স্বপ্ন

- আপডেট সময় : ১১:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : পাবনা ঈশ্বরদীতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে সরকারি পুকুর ইজারা নিয়ে মৎস্য চাষ শুরু করেছিলেন। কিন্তু বন্যার হানা তাদের সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে। প্রবল বর্ষণ ও ঢলের পানিতে পাবনা সুগার মিল লিমিটেডের লেগুনার বাঁধ ভেঙে পুকুরের প্রায় ৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। পুকুরগুলোর মাছ ভেসে যাওয়ায় মৎস্যচাষিরা চরম হতাশ হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছলিমপুর ইউনিয়নে সরকারি লেগুনা রয়েছে, পুকুরটি প্রায় ২০ বিঘা জমির উপর। ইজারা”রা আর্থিকভাবে স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসনের নিকট থেকে, বিধি মোতাবেক দরপত্র দাখিৃলের মাধ্যমে সরকারি খাস পুকুর মাছ চাষের জন্য ইজারা গ্রহণ করেন। এ ছাড়াও অনেক কৃষক কৃষি ফসলে বছরের পর বছর লোকসানের শিকার হয়ে মাছ চাষের জন্য নিজ জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেছিলেন। কিন্তু এবারের বন্যায় তাদের পুকুর ডুবে চাষকৃত মাছ ভেসে যাওয়ায় ব্যাপক লোকসানের শিকার হয়েছেন। এ মাসের প্রথম থেকেই পাকশী নদীতে পানির পরিমান ১২ সেন্টিমিটারেরও বেশি এবং প্রতিদিন ৩০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছেন এ কারণে পার্শ্ববর্তী এলাকায় ভাঙ্গনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। তারা এখন ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় দিশেহারা। উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমাড়ী গ্রামের আসাদুল খাঁ, দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের হুজুর আলী, জানান, আমরা বুক ভরা আশা নিয়ে আমাদের পুকুরগুলোতে মাছ চাষ করেছিলাম। বন্যার পানিতে বাঁধ ভেঙে পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় আমাদের সব আশা চুরমার হয়ে গেছে।