পীরগাছায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

- আপডেট সময় : ১১:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম লাভলু, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় করেছেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ইউপি চেয়ারম্যান আবুল বাশার, ওসি মাসুমুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম।
এর আগে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপজেলার ইটাকুমারীর ইউনিয়নের কালিগঞ্জ হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নদানগরের আশ্রয়ন প্রকল্প, মসজিদ ও মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম, পীরগাছা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। বিকেলে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।