পূর্ব শত্রুতার জেরে বৈদ্যুতিক মিটার ও খড়ের পালায় আগুন

- আপডেট সময় : ১২:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম লাভলু, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় পূর্ব শত্রুতার জেরে ধরেই রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার ও খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ই জানুয়ারি) দিবাগত ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার দিকে রংপুরের পীরগাছায় তাম্বলপুর ইউনিয়নের কারবালা গ্রামে আসাদুল ইসলাম এর বাড়িতে
এঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার।
এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে তাদের বলে জানান। এ ব্যাপারে ঐ পরিবারের আশাদুলের (মা)রহিমা বেগম বলেন আমি প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়ে দেখি বৈদ্যুতিক মিটারে তার টি আগুন লেগে ঝলসে পড়ে আছে , পরে আমার ছেলে ও নাতিদেরকে ডাকলাম কে বা কাহারা রাতের অন্ধকারে আমাদের বাড়ির ব্যবহৃত বৈদ্যুতিক মিটার ও খড়ের পাড়ায় আগুন প্রদান করেছেন।এ ঘটনার বিষয়ে পাশের বাড়ির শ্যামলী বেগম বলেন কে বা কারা শুধু আসাদুলের বাড়িতেই নয় এই গ্রামের বিভিন্ন বাড়িতে ও বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে শুধু মানুষের ক্ষতি করছে না পাশাপাশি পশুদের খাবারেরও ক্ষতি করে আসছে তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
রফিকুল ইসলাম বলেন,কে বা কাহারা আনুমানিক ৫:৩০ঘটিকার দিকে পার্শ্ববর্তী বাড়ির লোকের চিৎকারে তিনি এসে দেখেন তার ছোট ভাই আশাদুলের খড়ের পালায় দাউদাউ করে আগুন জ্বলছে ও বৈদ্যুতিক মিটারের তার পুড়ে গিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কে বা কাহারা আগুন দিয়েছে এই বিষয়ে তিনি কিছু না বললেও পূর্ব শত্রুতার জেরে তার প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান। তিনি আরো বলেন শুধু খড়ের পাল্লায় আগুন লাগিয়ে খান্ত হয়নি তারা বৈদ্যুতিক মিটারেও আগুন লাগিয়েছে তারা, আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।