রংপুর টু সুন্দরগঞ্জ মহা- সড়কে বড় গর্ত, যেন মরণ ফাঁদ

- আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম লাভলু, রংপুর জেলা বিশেষ প্রতিনিধি: রংপুর-সুন্দরগঞ্জ ডিসি সড়কের দেবী চৌধুরাণী হাট থেকে ১কিলোমিটার পূর্বে সাকোয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পাকা সড়কের নিচের মাটি সরিয়ে যাওয়ায় কারণে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও দীর্ঘদিনেও গর্তটি ভরাটের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে গর্তটিতে ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে রংপুর-কান্দি-সুন্দরগঞ্জ ডিসি সড়কে পীরগাছার দেবী চৌধুরাণী হাটের পূর্বদিকে কান্দি যাওয়ার সাকোয়ার ব্রীজ সংলগ্ন গর্তের সৃষ্টি হয়। গর্তটি ৫-৭ ফিট গভীর হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে কমপক্ষে ছোট-বড় সহস্রাধিক যানবাহন চলাচল করে। এসব যানবাহন প্রায় সময়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ই মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মাঝখানে পাঁচ-সাত ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। অপরপাশে পূরপিচ উঠে গিয়ে সৃষ্ট দুই থেকে চার ফিট গর্তে । ফলে যানবাহন চালকসহ যাত্রী ও পথচারীরা ঝুঁকির পাশাপাশি দুর্ভোগে পড়েছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই ময়লা আবর্জনা দিয়ে গর্তটি ভরিয়ে দিয়েছে স্থানীয় লোকজন। এছাড়া গর্তে কোন প্রকার লাল নিশান দিয়ে রাখেননী কেউ এতে করে চলাচলকারীরা সতর্কতার
স্থানীয় দোকানী ছাদেক আলী বলেন, ওই স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনসহ মানুষ চলাচল করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোন সমাধান মেলেনি।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, পাকা সড়কে ৫-৭ ফিট গর্ত নিশ্চয় কোন ইঁদুরের গর্ত নয়। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন। ওই স্থানের পাশের সাইকেল আরোহী খালেক আলী বলেন, দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতে অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রতি রাতে কোন না কোন যানবাহন দুর্ঘটনায় পতিত হয়।
এ বিষয়ে স্থানীয় কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নূর আলম মিয়া বলেন, আমার পরিষদে তো ফান্ড নেই। তাই গর্তটি ভরাটের জন্য উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, ওই সড়কে চৌধুরাণী থেকে কান্দি পর্যন্ত সংস্কার কাজ প্রক্রিয়াধীন। বিষয়টি দেখে দ্রুত সমাধানের চেষ্টা করছি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, সড়কের গর্তটি ভরাটে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।