সুন্দরগঞ্জে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দশ পেরিয়ে এগারো বর্ষে পদার্পন, “সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ স্লোগানকে সামনে রেখে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু’র সভাপতিত্বে ও এশিয়ান টিভির সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোকছেদ আল মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মোঃ বেলাল উদ্দিন , এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল করিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শামছুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক এম এ মাসুদ, এসময় দআরো উপস্থিত ছিলেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক দেশ বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক আমার বার্তা ও সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক একুশে সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন, দৈনিক ঢাকা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম, দৈনিক আশ্রয় পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম,দৈনিক তিস্তা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি বিপুল ইসলাম আকাশ, অপরাধ কন্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় সবাই এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।