সুন্দরগঞ্জে এসএসসি-৯২ ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনি ধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি-৯২ ফাউন্ডেশনের আয়োজনে গবীর অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত বুধবার(২৫’জানুয়ারী)সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাপলা কুঁড়ি আসর চত্বরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে এসএসসি-৯২ ফাউন্ডেশনে সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, এসএসসি-৯২ ফাউন্ডেশন সুন্দরগঞ্জ শাখার সভাপতি সেলিম আহমেদ,সাধারণ সম্পাদক সুনাতন চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন, দপ্তর সম্পাদক আলমগীর ফারুক, প্রচার সম্পাদক হোসনে আরা বিউটি, উপদেষ্টা আসাদুজ্জামান লেলিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হবিবুর রহমান হবি সহ এসএসসি-৯২ ফাউন্ডেশনের সদস্য আঃ সবুর মন্ডল, আমিনুল ইসলাম,সাজু মিয়া, মনোজ কুমার সরকার, শেখ শাহীন প্রমুখ।
এদিকে শীতবস্ত্র কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে কয়েকজন শীতার্ত ব্যক্তি বলেন, দেরিতে হলেও একখানা কম্বল পাইলাম শীত যায় যায় এখন পযর্ন্ত কেউ একখানা কম্বল দেয় নাই আল্লাহ্ এসএসসি-৯২ ফাউন্ডেশনের সবার ভালো করিবে।