সুন্দরগঞ্জে এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২২৯ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জেরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ও সুুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আসাদ মন্ডল (২০) ও তার ছোট ভাই আশিকুর রহমান তনু (১৫) নামে দুই সহোদরকে এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

শনিবার সকাল ১১ টায় সুুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বাহীরগোলা মসজিদ মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ নাছরিন সুলতানা রেখা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন মিয়া, শিক্ষার্থী এনামুল হক বিজয়, হায়দুল মিয়া, জাহিদ হাসান শান্ত, আশিকুর রহমান তনু, আহসান হাবিব প্রমূখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধন কারীরা।