সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই প্রতিপাদ্রকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরমেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহামুদ হাসান মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম হারুন উর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান, উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান, আমিনুল ইসলাম, ইব্রাহীম খলিল্লাহ্, কনক কুমার গোস্বামী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, শাহিন মিয়া, পরেশ চন্দ্র চৌহানী, খায়রুল জামান প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ ৪৫ দিনে শিশু দের জন্মসনদ ও মৃত্য নিবন্ধন সনদ দেয়ায় তালিকায় ১ম,২য় ও ৩য় হওয়ায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবদের মাঝে পুরস্কার বিতরণ করেন।