সুন্দরগঞ্জে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুুন্দরগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা পরিষদের অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার দুপুরে উপজেলা ডাকবাংলা চত্বরে উপজেলার সকল চেয়ারম্যান ও মেয়রের হাতে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, সহ-সাধারণ সম্পাদ আব্দুল্লাহ্ আল মামুন সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সকল চেয়ারম্যান মেয়র উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক জানান, জনপ্রতিনিধিগণের মাধ্যমে উপজেলা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য চেয়ারম্যানদের হাতে হস্তান্তর করেন।