সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহ-সাধারণ সম্পাদ আব্দুল্লাহ্ আল মামুন, গোলাম কবির, রেজাউল আলম রেজা প্রমূখ, এসময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক জানান, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণের জন্য স্থানীয় নেতাকর্মীদের হাতে হস্তান্তর করে।
এরপর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের হাতে শীতবস্ত্র হস্তান্তর করা হয়।