সুন্দরগঞ্জে প্রাথমিকে নব যোগদানকৃত শিক্ষকদের পরিচিতি ও বরণ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশিকুর রহমান, সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহিদুল্লাহ, মুকুল চন্দ্র বর্মণ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব,আব্দুল মান্নান আকন্দ, নবযোগদানকৃত সহকারি শিক্ষক ফারজানা আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের গোলাপের স্টিক দিয়ে বরণ করেন সহকারি শিক্ষা অফিসারগণ। জানা গেছে, উপজেলায় ১৮০ জন সহকারি শিক্ষক যোগদান করেছেন এর মধ্যে নারী শিক্ষক ১৪০ জন এবং পুরুষ ৪০ জন।