ITPolly.Com
ঢাকা রবিবার , ৪ জুন ২০২৩
  1. সর্বশেষ
  2. সারাদেশ

সুন্দরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী ব্রত পালন

নিজস্ব প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩৮ পিএম

Link Copied!

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি ব্রত পালন হয়েছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের অতি প্রাচীন শিব মন্দিরে আনুষ্ঠানিকভাবে প্রতিবছরের ন্যায় পালিত হয়েছে শিব চতুর্দশী ব্রত।

 

শনিবার সন্ধায় শুরু করে রোববার সারাদিন চলে এই ধর্মীয় অনুষ্ঠান। হরিনাম সংকীর্তন, শিব পূজা ও প্রসাদ বিতরণের মাধ্যমে শিব চতুদর্শী পালিত হয়েছে বলে জানাযায়।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বহু দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে উপজেলার বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরে। অঞ্জলি প্রদান ও শিবের মাথায় দুধ জল ঢেলে ভক্তবৃন্দগণ তাদের মনের কামনা বাসনা প্রকাশ করছে।

 

কথা হয় সুদুর তিন্তা থেকে আসা শিমু রানীর সাথে তিনি বলেন মাঝখানে করোনার কারণে গত বছর আসতে পারিনি। তবে এবার হাজার হাজার ভক্তের মাঝে মন্দিরে চরণধুলী দিতে পেরে নিজেকে ধণ্য মনে করছি। ঈশ্বর যেন কৃপা করে প্রতি বছর এখানে আসতে পারি।

 

মন্দির কমিটির সভাপতি সংগ্রাম সিং বলেন, এবার শিব চতুর্দশী হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার সারাদিন ব্যস্ত সময় পার করেছি। ভক্তবৃন্দের যাতে কোন প্রকার সমস্যা না হয় সেদিক থেকে আমাদের মন্দির কমিটির কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

 

এদিকে শিবরাত্রি উপলক্ষে দুই দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করেছিল মন্দির কমিটি। মেলায় শতশত হরেক রকমের দোকান পাটের ঝলক দেখা গিয়েছে। মেলায় আসা দোকানদার রাকিব হাসান বলেন হাজার হাজার মানুষের সমাগমে এবার বেচাবিক্রি ভালো হচ্ছে।

 

উল্লেখ্য, ফালগুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে। রাত্রি জাগরণ করে, চার প্রহরে চারবার শিবপূজা করতে হয়। তার আগের দিন হবিষ্যান্ন করতে হয়। এই পূজায় গঙ্গামাটি, শুদ্ধমাটি, বিল্বপত্র,গঙ্গাজল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, কলা, ডাব, নারিকেল ইত্যাদির প্রয়োজন হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে

 

আরও পড়ুন

সুন্দরগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র বিশেষ সভা অনুষ্টিত

সুুন্দরগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক শাহীন

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সুন্দরগঞ্জে বিভিন্ন প্রলোভন দিয়ে অর্থ আন্তসাতের অভিযোগে কৃষক লীগ নেতা বকুল বিশ্বাস আটক

সারাদেশের ন্যায় সুুন্দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনু্ষ্ঠিত 

ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ৩ বিঘা জমির ধান বিনষ্ট, আয়নালের স্বপ্ন পুরে ছাই

বোরো আবাদে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষি কর্মকর্তাগণের মাঠ পরিদর্শন

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলে ১৪ হাজার  অসহায় মানুষ

সুন্দরগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

বিএনপি আহ্বায়ক কমিটির অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন পীরগাছা বিএনপি নেতৃবৃন্দ।