সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বাচ্ছু মিয়া নামের এক হিরোইন কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রাম হতে ১০ প্যাকেট হিরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাচ্ছু ওই গ্রামের মনতাজ আলীর ছেলে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, সে দীর্ঘদিন হতে হিরোইনের ব্যবসা ও সেবন করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।