হামার পীরগাছা’ গ্রুপের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম লাভলুঃ রংপুর জেলা প্রতিনিধি: হামার পীরগাছা’ গ্রুপের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।দিনভর নাচ-গান, গ্রামীণ খেলাধুলা ও কেক কেটে উদযাপন করা হলো ‘হামার পীরগাছা’ নামে ফেসবুক গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। পীরগাছা সরকারি কলেজ মাঠে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করেন হামার পীরগাছা গ্রুপের এডমিন সদস্যরা।
গতকাল শুক্রবার সকাল থেকে সরকারি কলেজ মাঠে চলে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা। সাথে নাচ-গান আর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যোগ দেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ীরা।
বিকেল ৪ টায় কেক কাটা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, সাংবাদিক এম খোরশেদ আলম, রফিকুল ইসলাম লাবলু, একরামুল ইসলাম, ব্যবসায়ী সোহাগ, হাফিজার রহমান, লিটন বকসিসহ অনেকে। এসময় খেলাধুলা ও ফটো কন্টেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন হামার পীরগাছা গ্রুপের প্রতিষ্ঠাতা বেলাল হোসাইল, শাহ শাফায়েত জামিল, সনি রহমান, মেরাজ সরকার, হাফেজ ফুয়াদ শাহরিয়ার, মানিক, রাজিব, সোহাগ, ইতি আক্তার ও ইভাসহ প্রায় ৫০ জন এডমিন।