মানুষকে ধ্বংস করার মধ্য দিয়েই বিএনপি’র জন্ম হয়েছে- আফরুজা বারী
সুুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী বলেছেন, ‘মানুষকে ধ্বংস করার মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। বিশ্বাসঘাতক আর খুনিরাই এই দল প্রতিষ্ঠা করেছে।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পৌর আওয়ামী লীগের আয়োজনে জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে এসময় আফরুজা বারী আরও বলেন, বিশ্বাসঘাতক জিয়াউর রহমান ১৫ ই আগস্ট সংগঠিত করে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার গঠনের সাড়ে তিন বছরের মধ্যেই হত্যা করেছে। আজ সেই বিএনপির নেতা বড় বড় কথা বলে। বিএনপি আজ সুশাসনের কথা বলছে। মানুষের নিরাপত্তার কথা বলছে। কিন্তু তারা ভুলে গেলেও দেশবাসী ভুলে যায়নি, বিএনপি-জামাত অশুভ জোট সরকারের আমলে বাংলাদেশকে তারা কীভাবে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। দেশকে নিমজ্জিত করেছিল বিদ্যুৎহীন অন্ধকারে। বিদ্যুৎ ও সারের দাবিতে আন্দোলন করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশিকুজ্জামান প্রামাণিক তুহিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুবনেতা শহিদুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা রুহুল আমীন প্রামাণিক, রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।
এছাড়াও, উপজেলার ১৫ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।