ITPolly.Com
ঢাকা সোমবার , ৫ জুন ২০২৩
  1. সর্বশেষ
  2. সারাদেশ

রাজশাহীর বাগমারায় প্রতারণার অভিযোগে মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২২, ৬:৪৩ এএম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রীর ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাবু বাগমারা উপজেলার নিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিও কোন অনুমোদন নেই। এছাড়া গ্রাহকদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎসহ গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এ সংস্থার বিরুদ্ধে। একাধিক গ্রাহকদের অভিযোগের তদন্ত করতে নামে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্ত করে এর স্যততাও পাই এই সংস্থাটি। তাদের সহযোগিতায় বাগমারা থানা পুলিশ ভবানীগঞ্জ ওই সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বাগমারায় র্দীঘদিন যাবত অনুমোদন ছাড়া মহিলা উন্নয়ন সংস্থাটি চলছিল। তারা গ্রাহকদের জন্য সহজ শর্তে বড় অংকের টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু টাকা আত্নসাৎ করে। গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বড় অংকের টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সংস্থার ম্যানেজার বাবুকে দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ভবানিগঞ্জ বাজারে মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে বাবু স্বীকার করে যে গ্রাহকদের সাথে প্রতারণা করে তাদের টাকা আত্নসাৎ করেছে। সেখান থেকে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিওর সরকারি কোন অনুমোদন নেই। তাছাড়া গ্রাহকের অর্থ আত্নসাৎসহ একাধিক গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র বিশেষ সভা অনুষ্টিত

সুুন্দরগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক শাহীন

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সুন্দরগঞ্জে বিভিন্ন প্রলোভন দিয়ে অর্থ আন্তসাতের অভিযোগে কৃষক লীগ নেতা বকুল বিশ্বাস আটক

সারাদেশের ন্যায় সুুন্দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনু্ষ্ঠিত 

ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ৩ বিঘা জমির ধান বিনষ্ট, আয়নালের স্বপ্ন পুরে ছাই

বোরো আবাদে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষি কর্মকর্তাগণের মাঠ পরিদর্শন

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলে ১৪ হাজার  অসহায় মানুষ

সুন্দরগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

বিএনপি আহ্বায়ক কমিটির অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন পীরগাছা বিএনপি নেতৃবৃন্দ।