সাংসদ লিটনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক সাংসদ কর্ণেল আব্দুল কাদের খান এর সন্ত্রাসী বাহীনির গুলিতে সাংসদ লিটন গুরত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারিক ও দলীয় ভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
আজ শনিবার সকালে উপজেলার সবানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়া গ্রামে সাংসদ লিটনের কবরে পুস্পমাল্য অর্পণ করবেন পরিবারের সদস্যরা, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনে বড়বোন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এদিকে প্রয়াত সাংসদ লিটনের স্বরণে সহধর্মীনি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতির উদ্যোগে উত্তর সাহাবাজ মাষ্টার পাড়া নিজ বাড়ীতে উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাংসদের মৃত্যুর ঘটনা নিয়ে তার বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ হতে ৬জনকে আসামি করে থানায় মামলা করে। তদন্তসম্পকে পুলিশ আসামীদের আইনের আওতায় নিয়ে আসেন ২০১৯ সালে মামলার রায় হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। পরিবারের সদস্যরা ও স্থানীয় নেতাকর্মীরা দ্রুত রায় কার্যকরের দাবি জানান