সুন্দরঞ্জের শান্তিরামে বিজয় উৎসবে বীর মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

- আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ২০২ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে বিজয় উৎসবে বীর মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শান্তিরাম দারুস সালাম তাহফীজুল কুরআন মাদ্রাসা ও আইকন প্লাস বিশ্ববিদ্যারয় ভর্তি কোচিং সেন্টারের আয়োজনে গত শনিবার বিকালে মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে ্আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিরাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ছামিউল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, আবহাওয়াবিদ রাশেদুজ্জামান রতন, শায়েখ আব্দুর রশিদ আল মাদানী, মাহে আলম সরকার, আব্দুল জলিল প্রমুখ।
পরে শান্তিরাম ও বেলকা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপন করা হয়।