ডাঃ অর্ণা জামানের জন্মদিন উপলক্ষে মতিহার থানা ছাত্রলীগের দোয়া

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে

জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পৌত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বাদ মাগরিব তালাইমারি মোড়ে মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়।
বিশেষ দোয়ার আয়োজন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সৌরভ শেখ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সহ সভাপতি নামিস সজল, উপ গনযোগাযোগ বিষয়ক সম্পাদক মৃদুল আলী, সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদসহ সংগঠনিক ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।